আটাশ বছরের হাওয়া.
আমায় অনুসরণ করে আটাশ বছরের হাওয়া..
আঠাশ বসন্তের হাওয়ায় আমি মানুষের ভেতর কুকুরকে দেখার লোভে
মানুষেরই পায়ের কাছে কুকুর হয়ে বসেছি, বসে থাকি আজও।
কঙ্কালে-কঙ্কালে চতুরঙ্গ খেলার লড়াইয়ে
আমি রক্তমাখা হৃদস্পন্ধন খুঁজে দেখেছি,
এখানে কেবল সূচের ডগায় একবিন্দু জলের মতো
গেলাস-বাটির টুকটাক শব্দে কম্পিত হয় বিশ্বাস!
আটাশ বছরের হাওয়ায় আমি বহুবার চিতার অগ্নিভষ্মে পুড়িয়ে ফেলতে চেয়েছি বহু বহু প্রাণ থেকে লাশ হয়ে উঠার গল্প,
বুঝেছি, এখানে আসামির হাতে লেগে থাকা খুনের রক্তের মতোই সম্পর্ক ধূয়ে নেয়া যায়।
আটাশ বছরের বিশ্বাসের বিনিময়ে এ পৃথিবীতে এক মস্তিষ্ক জায়গা কিনতে চেয়েছি শুধু,
গাছের বাকলের মতো বহুবার হৃদয়ের প্রাচীর গড়তে চেয়েছি বিশুদ্ধ ভালোবাসায়,
দেখেছি খুবলে নেয়া এ পৃথিবীতে জায়গা করে নিতে পারে কেবল ভন্ডামি!!
ধূর ছাই!!